ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিজাপুরে সেনার ঘাঁটিতে এক ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সীমা সুরক্ষা বাহিনীকে তাক করেই এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। মাওবাদীরাই এই আইইডি-টি পুতে রেখেছিল বলে সেনাবাহিনীর হাতে তথ্য এসেছে। মাওবাদীদের এই বিস্ফোরণে সীমা সুরক্ষা বাহিনীর ছয়জন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহত জওয়ানদের বিজাপুর জেলা চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। দুজন জওয়ানের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। বিস্ফোরণের পরপরই সেনাবাহিনী মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে পড়েছে।