ব্ৰেকিং নিউজ

ছত্তিশগড়ে সংঘর্ষে নিহত ৯ নকশাল,শহিদ হলেন দুই নিরাপত্তা রক্ষী

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ছত্তিশগড়ের সুখমা জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ নকশাল নিহত হয়। নকশালদের পাল্টা গুলিতে শহিদ হন দুজন নিরাপত্তা রক্ষী।

পুলিশ সূত্ৰ জানাচ্ছে,নিরাপত্তা বাহিনী ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামলে উভয় পক্ষে গুলির লড়াই শুরু হয়। মাওবাদীদের ওই এলাকা থেকে উচ্ছেদ করতে নিরাপত্তা বাহিনীর একটা বড়সড় দল অভিযানে নামে। স্পেশাল ষ্টাস্ক ফোর্স(এসটিএফ)ডিআরজি সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী ‘অপারেশন প্ৰহর আইভি’ নামে ওই অভিযান চালায় মাওবাদীদের বিরুদ্ধে। দক্ষিণ সুখমা অঞ্চল মাওবাদীদের শক্ত ঘাঁটি। সোমবার সকাল ৯-৪০ নাগাদ টহলরত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের তাক করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। এই সংঘর্ষে আটজন নকশাল ঘটনাস্থলে মারা যায়। নিহত হন দুজন জওয়ানও। যে দুজন নিরাপত্তা রক্ষী শহিদ হয়েছেন তাঁরা হলেন দিরদো রামা এবং মাসভি জোগা। পরে তাঁদের মৃতদেহ বায়ু সেনার হেলিকপ্টারে গন্তব্যে পাঠানো হয়েছে।