ব্ৰেকিং নিউজ

জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা,আহত ২ জওয়ান

Sentinel Digital Desk

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কুপওয়ারায় সিআরপিএফ শিবিরে জঙ্গিরা সোমবার রাতে অতর্কিত হামলা চালায়। এই আক্ৰমণে দুজন জওয়ান আহত হন। আহত দুই জওয়ানকে পুলওয়ামার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে কাশ্মীরের কঙ্গনে এক সংঘর্ষে জওয়ানের হাতে প্ৰাণ হারিয়েছিল লস্কর-ই-তৈয়বার এক জঙ্গি। ওই ঘটনার বদলা নিতে জঙ্গিরা সিআরপিএফ শিবিরে এই হামলা চালায় বলে মনে করা হচ্ছে।