ব্ৰেকিং নিউজ

ডিব্ৰুগড়ে এগিয়ে বিজেপি প্ৰার্থী রামেশ্বর তেলি

Sentinel Digital Desk

ডিব্ৰুগড় লোকসভা আসনে বিজেপি প্ৰার্থী রামেশ্বর তেলি ১,১৬,১৯৬ ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী পবন সিং ঘাটোয়ার পিছিয়ে আছেন ৫১,১৪৯ ভোটে।

বেলা ১০.৩০ মিনিট পর্যন্ত বিজেপি প্ৰার্থী তেলির প্ৰাপ্ত ভোটের হার ৬৫.৫৩ শতাংশ। ঘাটোয়ার এপর্যন্ত পেয়েছেন ২৯.১৩ শতাংশ ভোট।