ডুমডুমা পুলিশ আজ এক বড় ধরনের সাফল্য পেয়েছে। গোপন সূত্ৰে পাওয়া এক তথ্য অনু্যায়ী পুলিশ ফেসবুক কাণ্ডের মূল অভিযুক্তকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। আজ কাকভোরে পুলিশ মার্ঘেরিটা থেকে গ্ৰেপ্তার করে ফেসবুক কাণ্ডের অভিযুক্ত ইমরান খানকে। গত ১৪ সেপ্টেম্বর ডুমডুমার বরহাপজানে একটা ফেসবুক পোস্ট করা নিয়ে সংঘাতের সৃষ্টি হয়েছিল দুটি গোষ্ঠীর মধ্যে। ওই সময় প্ৰতিবাদকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ছাড়াও লংচোয়ালে জাতীয় সড়ক অবরোধ করে প্ৰতিবাদ জানিয়েছিল প্ৰতিবাদীরা।