ব্ৰেকিং নিউজ

তালিবান হাকানি নেটওয়র্কের কুখ্যাত জঙ্গি নেতা জালালউদ্দিন প্ৰয়াত

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ তালিবান হাকানি নেটওয়র্কের প্ৰতিষ্ঠাতা জালালউদ্দিন হাকানি দীর্ঘরোগ ভোগ ও পক্ষাঘাতে আক্ৰান্ত থাকার পর আজ মারা গেছেন। তালিবান সন্ত্ৰাসী সংগঠনের এক সরকারি বিবৃতিতে আজ এখবর জানানো হয়। তালিবানরা জালালউদ্দিন হাকানির মৃত্যুর খবর ঘোষণা করেছে,যিনি আফগানিস্তানের হাকানি জঙ্গি গোষ্ঠীর নেতা ছিলেন। অত্যন্ত ক্ষমতাশালী হাকানি দীর্ঘদিন ধরে রোগে ভুগেছিলেন। দীর্ঘদিন রোগের সঙ্গে লড়েও মৃত্যুকে হার মানাতে পারেননি জালালউদ্দিন।

তালিবানদের বিবৃতি অনুযায়ী,হাকানিকে আফগানিস্তানের কোনও এক অজ্ঞাত স্থানে সমাধিস্ত করা হবে। উল্লেখ করা যেতে পারে,১৯৭০ সালে আফগানিস্তানের খাইবার পাকতুনখোয়া অঞ্চলে ঘাঁটি গেড়ে বসতে চাওয়া সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়তেই জালালউদ্দিন প্ৰাথমিকভাবে জঙ্গি গোষ্ঠী প্ৰতিষ্ঠা করেছিলেন। আফগানিস্তানের মাটি থেকে সোভিয়েত সেনাকে উৎখাত করতে এবং রাজধানী শহর কাবুল দখলে সফল হওয়ার পর ১৯৯৬ সালে হাকানি তালিবান সরকারের উপজাতি বিষয়ক মন্ত্ৰীর দায়িত্ব নেন এবং ২০০১ সালে তালিবানরা ফের উৎখাত হওয়ার পর জালালউদ্দিন পালিয়ে যান। এরপরই নেটওয়র্ক ফের হাতে অস্ত্ৰ তুলে নিয়ে কট্টর ইসলামিক সংগঠন গড়ে তোলে।