উজান অসমের তিনসুকিয়া জেলার শদিয়া সৈখোয়াঘাটে ১ নভেম্বর রাতে গুলি চালনার ঘটনায় ৫ ব্যক্তির হত্যাকাণ্ডে সংযুক্ত মুক্তি বাহিনী অসম(স্বাধীন)জড়িত নয়। সংযুক্ত মুক্তি বাহিনী,অসম(স্বাধীন)-এর প্ৰচার বিভাগের সদস্য রমেল অসম-এর স্বাক্ষরিত এক প্ৰেস বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষের উদ্দেশে স্পষ্ট করে বলা হয়েছে,অসমের তিনসুকিয়া জেলায় বৃহস্পতিবার রাতে বাংলাভাষি পাঁচ ব্যক্তির হত্যাকাণ্ডে আলফা কোনওভাবেই জড়িত নয়।
রাজ্যের তিনসুকিয়া জেলার বিচনিমুখ গ্ৰামে বাংলা ভাষি ৫ ব্যক্তির মর্মান্তিক ও দুঃখজনক হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যে একটা হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। উচ্চ পদস্থ মহল সূত্ৰে জানানো হয়েছে যে গুলিতে সাত জনের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজন নিকটবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনসুকিয়ার এই হত্যাকাণ্ডের পরপরই ঘটনায় আলফা(আই)ক্যাডার জড়িত বলে পুলিশ সন্দেহ করেছিল,কিন্তু আলফা এক প্ৰেস বিবৃতির মাধ্যমে এই অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আলফা তাদের প্ৰেস বিবৃতিতে বলেছে,‘আমরা সংযুক্ত মুক্তি বাহিনী অসম(স্বাধীন)এটা পরিষ্কার করে দিতে চাই যে,তিনসুকিয়া জেলার শদিয়া-সৈখোয়াঘাটে ১ নভেম্বরের হত্যাকাণ্ডে আমাদের সংগঠন কোনওভাবে জড়িত নয়’। আলফা হত্যাকাণ্ডের দায় অস্বীকার করায় অসম পুলিশের দায়িত্ব এখন দ্বিগুণ বেড়ে গেল,তদন্ত জোরদার করে প্ৰকৃত অপরাধীদের গ্ৰেপ্তার করার ক্ষেত্ৰে।