ব্ৰেকিং নিউজ

ত্ৰিপুরা পঞ্চায়েত উপ নির্বাচনের ৯৬ শতাংশ আসনে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

Sentinel Digital Desk

আগামি ৩০ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ত্ৰিস্তরীয় ত্ৰিপুরা গ্ৰাম পঞ্চায়েতের নির্বাচনে শাসক দল বিজেপি ৯৬ শতাংশ আসনে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। চলতি বছরের মার্চে বিজেপি ও ইন্ডিজেনাস পিপলস ফ্ৰন্ট অফ ত্ৰিপুরা(আইপিএফটি)জোট সরকার ক্ষমতায় আসে। ওই সময় পঞ্চায়েত সমিতি,গ্ৰাম পঞ্চায়েত ও জেলা পরিষদের ব্যাপক সংখ্যক সদস্য ইস্তফা দেওয়ায় প্ৰায় ৩০০০ আসন ফাঁকা হয়।

আইপিএফটি এবং বিরোধী দলগুলি গ্ৰামীণ উপনির্বাচনে পৃথকভাবে লড়ছে। তারা অভিযোগ করেছে বিজেপি নির্বাচিত প্ৰতিনিধিদের পদত্যাগ করতে চাপ দিয়েছিল এবং নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিল করতে দেয়নি।

এদিকে সিপিআই(এম)রাজ্য সম্পাদক বিজন ধর মঙ্গলবার বলেছেন-‘আমাদের নির্বাচিত প্ৰতিনিধিদের পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। কিন্তু আমরা যখন প্ৰার্থিত্ব দেওয়ার চেষ্টা করেছি ওই সময় বিজেপি মনোনয়নপত্ৰ দাখিল করতে আমাদের অনুমতি দেয়নি। আমাদের কোর্টে গিয়ে কাজ হবে না। কিকরা যায় সেটা আমাদের ভেবে দেখতে হবে’। উপনির্বাচন হচ্ছে ৩৩৮৬ আসনে। এরমধ্যে ৩২০৭টি গ্ৰাম পঞ্চায়েত,১৬১টি পঞ্চায়েত সমিতি এবং ১৮টি জেলা পরিষদের আসন রয়েছে। বিজেপি বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় ৩,২৪৭টি আসন(৯৫.৮৯)শতাংশ আসন জিতে নিয়েছে। বিজেপি এবং শরিক দল আইপিএফটি ত্ৰিস্তরীয় পঞ্চায়েত উপনির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়ছে। ত্ৰিপুরা রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও বলেন,১৩২টি গ্ৰাম পঞ্চায়েত এবং সাতটি পঞ্চায়েত সমিতির আসনে ভোট হবে ৩০ সেপ্টেম্বর। বাকি আসনগুলি বিজেপি বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জিতে গেছে।