ব্ৰেকিং নিউজ

দেশে বসবাসের উপযোগী ১১১টি সেরা শহরের মধ্যে গুয়াহাটির স্থান ৮৫তম

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের প্ৰবেশদ্বারের মুকুট ইতিমধ্যেই মহানগরী গুয়াহাটির মাথায় উঠেছে। এই মুকুটে আরও একটা পালক সংযোজিত হলো দেশের শীর্ষ স্থানীয় ১১১টি শহরের মধ্যে গুয়াহাটি ৮৫তম স্থান পাওয়ায়। আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্ৰক ভারতের শহরগুলির শাসন ব্যবস্থা সামাজিক,অর্থনৈতিক ও আকৃতি পরিকাঠামোর দিকগুলি খতিয়ে দেখার পর এই রেংকিঙের কথা প্ৰকাশ করে। মোট ১০০ নম্বরের মধ্যে গুয়াহাটি পেয়েছে ২৯.৩।

আবাসন ও নগরায়ন মন্ত্ৰকের প্ৰকাশিত এক রিপোর্টে পুনে,নাভি মুম্বই ও বৃহত্তর মুম্বইকে ভারতের অত্যন্ত বসবাস উপযোগী স্থান হিসেবে উল্লেখ করেছে। ১১১টি শীর্ষ শহরের মধ্যে রাজধানী দিল্লির স্থান ৬৫তম।