ব্ৰেকিং নিউজ

দেশের মাটিতে ফিরে এলেন ভারতীয় বায়ু সেনার ‘হিরো’ উইং কমান্ডার অভিনন্দন

Sentinel Digital Desk

দীর্ঘ প্ৰতিক্ষার অবসান ঘটলো। অবশেষে উইং কমান্ডার অভিনন্দন বর্থমান শুক্ৰবার বিকেল ৪.৪৫ টা নাগাদ ওয়াঘা সীমান্তে ফিরলেন। ওয়াঘায় পৌছনোর পর অভিনন্দনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ভারতীয় বায়ুসেনার হিরোকে স্বাগত জানাবেন সেনা ও আইএএফ-এর কর্মকর্তারা। তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই অধীর আগ্ৰহে প্ৰতীক্ষা করছিলেন সাধারণ মানুষ।

অভিনন্দনের ফেরার খবরে আম জনতা আনন্দে নাচছিলেন। ভারত মাতার জয় ধ্বনিও দিচ্ছিলেন তাঁরা। সবাই এই বীর সেনাকে একবার কাছে থেকে দেখতে চান। যুবকরা হাতে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে পথ চেয়েছিলেন সাত সকাল থেকে। ভারতের আকাশ সীমা লঙ্ঘনকারী পাক এফ-১৬ বিমানের বীরদর্পে পিছু তাড়া করে সেটি ভূপতিত করেছিলেন তিনি। কিন্তু তাঁর মিগ-২১ বিমানটি প্ৰতিপক্ষের গুলিতে ভেঙে পড়ে। কিন্তু অভিনন্দন ততক্ষণে প্যারাসুটে নেমে যান।

দুর্ভাগ্যবশত তিনি গিয়ে পড়েন পাক অধিকৃত কাশ্মীরের(পিওকে)মাটিতে। এরপরই পাক সেনারা তাঁকে হেফাজতে নেয়। তাঁকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে ভারত জুড়ে আওয়াজ ওঠে। চাপ সৃষ্টি হয় আন্তর্জাতিক সম্প্ৰদায়ের তরফেও। অবশেষে কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান বৃহস্পতিবার জাতীয় সংসদে ভারতীয় পাইলট অভিনন্দনকে শুক্ৰবার মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন। অভিনন্দনকে আজই বায়ু সেনার বিমানে অমৃতসর থেকে দিল্লিতে উড়িয়ে আনা হবে।