ধুবড়ি লোকসভা আসনে এআইইউডিএফ প্ৰার্থী বদরুদ্দিন আজমল ৬,৬৪,৯৩৩টি ভোট পেয়ে নিকটতম প্ৰার্থী কংগ্ৰেসের আবু তাহের বেপারিকে পরাস্ত করেন। বেপারি পেয়েছেন ৪,৩৬,৫৩৪টি ভোট। দুলক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন আজমল।