ব্ৰেকিং নিউজ

ধুবড়ি কেন্দ্ৰে এআইইউডিএফ প্ৰার্থী বদরুদ্দিন আজমল এগিয়ে

Sentinel Digital Desk

ধুবড়ি লোকসভা কেন্দ্ৰে এআইইউডিএফ প্ৰার্থী বদরুদ্দিন আজমল ৬৭,৮৪৩ ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত তাঁর প্ৰাপ্ত ভোটের হার ৪৩.৩৩ শতাংশ। অন্যদিকে এই কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী আবু তাহের বেপারি পিছিয়ে রয়েছেন ৪৩,৯১৮ ভোটে। তাঁর প্ৰাপ্ত ভোটের হার ২৬.৫৮ শতাংশ।