ব্ৰেকিং নিউজ

নগাঁওয়ে দলবদ্ধ আক্ৰমণে একজনের মৃত্যু

Sentinel Digital Desk

নগাঁও জেলার কচুয়া লুটুমারি বরপুখুরি মাজগাঁওয়ে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে আলোড়নের সৃষ্টি হয়। জেলার ননৈয়ে গুলি চালনার ঘটনায় একজনের মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই ফের এক হত্যাকাণ্ড কাঁপিয়ে তোলে কচুয়া অঞ্চল। এক দলবদ্ধ আক্ৰমণের শিকার অভিজিৎ দৈমারি নামের যুবকটিকে একজন মহিলা সহ চার ব্যক্তি লোহার রড দিয়ে টানা প্ৰহার করে হত্যা করে বলে জানা গেছে। অভিযুক্তরা হলো দয়ারাম দাস,জয়ন্ত হাজরিকা,কমল হাজরিকা,দিনমাই দাস ও রমাকান্ত দাস। পুলিশ অভিযুক্ত দয়ারাম দাসকে গ্ৰেপ্তার করে জেরা চালিয়ে যাচ্ছে। বাকি অভিযুক্তরা বর্তমানে গা ঢাকা দিয়েছে। পুলিশ ঘাতকদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটলো পুলিশের তদন্তে তা প্ৰকাশ্যে আসবে। স্থানীয় মানুষ হত্যাকারীদের গ্ৰেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।