ব্ৰেকিং নিউজ

নগাঁওয়ে বুনো হাতির মৃত্যু

Sentinel Digital Desk

নগাঁওয়ের সামগুড়িতে কিছুদিন আগে বনরক্ষীর গুলিতে একটি চিতাবাঘের মৃত্যুর পর ফের সামগুড়ির বরদলে একটা বুনো হাতির মৃত্যু হয়েছে। শালনা আঞ্চলিক বন কার্যালয়ের অধীন বরদলের একটি খেতের মাঠে বৃহস্পতিবার সকালে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। এরপরই স্থানীয় লোকেরা বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে শালনা আঞ্চলিক বন বিভাগের বনরক্ষীর একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। পালের অন্য হাতিদের সঙ্গে লড়াইয়ের ফলেই হাতিটির মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেছেন বনকর্মীরা। তবে স্থানীয় মানুষের ধারণা,অসুস্থ হয়েই হাতিটি মারা গেছে।

উল্লেখ্য,বৃহত্তর সামগুড়ি অঞ্চলে বেশকিছুদিন ধরেই বুনো হাতির উপদ্ৰব চলছিল। বন বিভাগ চেষ্টা করেও হাতির পালটিকে বনে ফেরত পাঠাতে পারেনি।