নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-এর প্ৰতিবাদে অসমের ৪২টি স্থানীয় সংগঠন ২৩ অক্টোবর অসম বনধের ডাক দিয়েছে। সংগঠনগুলি বলেছে,ওই দিন রাজ্যে ১২ ঘণ্টার বনধ পালন করা হবে।
কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির(কেএমএসএস)প্ৰধান অখিল গগৈর সংগঠন এই বনধ ডাকের পিছনে অগ্ৰণী ভূমিকা নিচ্ছে। বিতর্কিত নাগরিকত্ব বিল পাসে কেন্দ্ৰীয় সরকারের তৎপরতার প্ৰতিবাদেই এই বনধ কর্মসূচি হাতে নিয়েছে তারা।
কেএমএসএস প্ৰধান অখিল গগৈ নাগরিকত্ব বিল ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)ভুমিকার নিন্দা করেছেন। রাজ্যে দ্বিতীয় দফায় সফর না করে এবং বিভিন্ন দল সংগঠনের মতামত ছাড়াই জেপিসি মঙ্গলবার বিতর্কিত বিল নিয়ে স্বরাষ্ট্ৰও বিদেশ মন্ত্ৰকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকায় জেপিসি-র সমালোচনা করেন গগৈ।
কৃষক নেতা সাংবাদিকদের বলেন,‘জেপিসি এবছর মে মাসে যখন অসম সফর করছিল ওই সময় প্যানেল আমাদের আশ্বাস দিয়েছিল,তারা ফের রাজ্য সফরে আসছে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সফর তাকে তুলে তারা স্বরাষ্ট্ৰ ও বিদেশ মন্ত্ৰকের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। এধরনের প্ৰস্তাবের আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি’।