জাতিধ্বংসী নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ বাতিলের দাবিতে অসম গণ পরিষদ(অগপ)দল আজ গুয়াহাটির লতাশিল মাঠে এক বিশাল গণ সমাবেশের আয়োজন করে। প্ৰতিবাদ কর্মসূচিকে কেন্দ্ৰ করে লতাশিল ক্ৰীড়াঙ্গন রীতিমতো জনসমুদ্ৰে পরিণত হয়। দলের তরফে লতাশিল মাঠ থেকে চান্দমারির আসাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের মাঠ পর্যন্ত বের করা হয় এক বিশাল মিছিল। হাজার হাজার মানুষ প্ৰতিবাদ মিছিলে অংশ নেন।
প্ৰতিবাদ কর্মসূচিতে অসম গণ পরিষদ দলের সভাপতি তথা রাজ্যের জোট সরকারের কৃষিমন্ত্ৰী অতুল বরা,সেচমন্ত্ৰী কেশব মহন্ত,খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,রাজ্যসভার প্ৰাক্তন সাংসদ বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য,তেজপুরের বিধায়ক বৃন্দাবন গোস্বামী,বরিষ্ঠ নেতা ড.কমলা কলিতা সহ বেশকিছু নেতা কর্মী অংশ নেন।
উল্লেখ্য,বিতর্কিত বিল বাতিলের দাবিতে অগপর একটি প্ৰতিনিধিদল শনিবার মীরাটে যৌথ সংসদীয় কমিটির অধ্যক্ষ রাজেন্দ্ৰ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে একটি স্মারকপত্ৰ তাঁর হাতে তুলে দিয়েছিলেন।
অসমের খিলঞ্জিয়া ও ভূমিপুত্ৰদের অস্তিত্বের ক্ষেত্ৰে হুমকি স্বরূপ হয়ে পড়া এবং ঐতিহাসিক অসম চুক্তিকে নসাৎ করতে চাওয়া নাগরিকত্ব(সংশোধনী)বিলের ক্ষেত্ৰে অসমের মানুষের চাওয়া অনু্যায়ী সিদ্ধান্ত গ্ৰহণ করার দাবি জানিয়েছে দলটি।