ব্ৰেকিং নিউজ

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে দিশপুরে আসু এবং ২৮টি সংগঠনের বিক্ষোভ প্ৰদর্শন

Sentinel Digital Desk

জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর বিরুদ্ধে ফের জোরদার প্ৰতিবাদ কর্মসূচি পালন করল সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)। বিতর্কিত বিল বাতিলের দাবিতে গণেশগুড়ির গণেশ উদ্যান থেকে আসু এবং ২৮টি সংগঠন আজ বিক্ষোভ প্ৰদর্শন করে। নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে সরকারের আবস্থান স্পষ্ট করার দাবি জানায় সংগঠনগুলি। নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে আসু সহ ২৮টি সংগঠন যে প্ৰতিবাদ কর্মসূচি শুরু করেছিল তা আজও অব্যাহত আছে। কিন্তু এব্যাপারে সরকারের তরফ থেকে কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় সংগঠনগুলি আজ ফের জোরদার বিক্ষোভ দেখায়।

আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন,‘সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার প্ৰকৃতপক্ষে খিলঞ্জীয়া না বাংলাদেশীদের পক্ষে এই প্ৰশ্নের জবাব চাই আমরা’। কেন্দ্ৰীয় সরকারকে ক্ষিপ্ৰতার সঙ্গে পদক্ষেপ নিয়ে অবৈধ বিদেশি নাগরিকের প্ৰব্ৰজনের কবল থেকে উত্তর পূর্বাঞ্চলের খিলঞ্জীয়া মানুষের অস্তিত্ব রক্ষা করার দাবি জানানোর পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিলের জোর বিরোধিতা করে সংগঠনগুলি। আসু সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকারকে বিতর্কিত এই বিল বাতিলের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে,এটা না হলে কাউকেউ রেয়াত করা হবে না।

আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনও রাজনৈতিক দল যদি খিলঞ্জীয়াদের প্ৰতারণা করে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। অসম চুক্তি স্বাক্ষরের ৩৩ বছর হয়ে গেল কিন্তু আজ অবধি তা রূপায়ণ করা হয়নি যা অসমের খিলঞ্জীয়া মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।