নাগাল্যান্ডের পেরেন জেলার নিউ নগাওলঙে সোমবার আসাম রাইফেলসের জালুকি ব্যাটেলিয়ন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড(ইশাক মুইভা গোষ্ঠীর)একটি অস্থায়ী শিবির গুড়িয়ে দিয়েছে। আসাম রাইফেলসের এক প্ৰেম বিবৃতিতে জানানো হয়েছে যে রাইফেলসের জওয়ানরা ওই শিবিরে অতর্কিতে হামলা চালানোর সময় জঙ্গিরা শিবির পরিত্যক্ত রেখে নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়।
জওয়ানরা শিবিরের কাছে পৌঁছে জঙ্গিদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের আহ্বান জানালে জঙ্গিরা স্বয়ংক্ৰিয় অ্যাসাল্ট রাইফেলস দিয়ে জওয়ানদের তাক করে গুলি ছুঁড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাইফেলসের জওয়ানরা পরে শিবিরটি গুড়িয়ে দেয়।