ব্ৰেকিং নিউজ

নাগাল্যান্ডে হিন্দি ভাষার প্ৰচার ও প্ৰসারের আহ্বান রাজ্যপাল পি বি আচার্যের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচার্য বৃহস্পতিবার নাগাল্যান্ডে সব শ্ৰেণির মানুষের মধ্যে যোগাযোগের স্বার্থে একটা অভিন্ন মাধ্যম হিসেবে হিন্দি ভাষার প্ৰচার ও প্ৰসারের জন্য উদ্যোগ নিতে রাজ্যের হিন্দি শিক্ষকদের প্ৰতি আহ্বান জানিয়েছেন। তাঁর মতে,হিন্দি অনায়াসে সব মানুষের মনের ভাব প্ৰকাশে সাধারণ মাধ্যম হতে পারে এবং গোটা দেশের মধ্যে যোগাযোগের সেতু হয়ে দাঁড়াতে পারে।

কোহিমার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সারা নাগাল্যান্ড হিন্দি শিক্ষক সংস্থার(এএনএইচটিইউ)রজত জয়ন্তী অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে ভাষণ দিচ্ছিলেন আচার্য। তিনি বলেন,শিক্ষা হচ্ছে অগ্ৰগতির পথ। হিন্দি শিক্ষায় ছাত্ৰদের অনুপ্ৰাণিত করার জন্য শিক্ষকরা যে ভূমিকা পালন করছেন তার জন্য রাজ্যপাল এএনএইচটিইউ-র প্ৰশংসা করেন।

আচার্য বলেন,শিক্ষার চরম উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে,মানুষের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটানো এবং এরফলে সমাজ ও দেশ শক্তিশালী হবে। দেশ গড়ায় শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-উল্লেখ করেন রাজ্যপাল।

শিক্ষা নিয়ে বর্তমানে চলা বিতর্কের সময় শিক্ষক সংস্থার আওয়াজই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নিজেদের অভাব অভিযোগগুলি অনুধাবন করে ছাত্ৰদের জন্য একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন আচার্য। তিনি বলেন,শিক্ষক সংস্থাগুলি একটা সমষ্টিগত সংস্থাকে প্ৰতিনিধিত্ব করছে। তিনি বলেন,সরকারি শিক্ষকরা তাদের অভাব,অভিযোগ সরকারের কাছে পেশ করতে পারেন। তবে ছাত্ৰদের শিক্ষার ক্ষতি করে কোনওরকম অভাব অভিযোগ না করতে তিনি শিক্ষক সংস্থাগুলির প্ৰতি আহ্বান জানান। নাগা ছাত্ৰরা হিন্দি শেখার জন্য যেভাবে আগ্ৰহের সঙ্গে এগিয়ে এসেছে তার প্ৰশংসা করেছেন রাজ্যপাল আচার্য।