ব্ৰেকিং নিউজ

নেপথ্য কণ্ঠশিল্পী নাহিদ আফ্ৰিনকে ‘ইয়ুথ অ্যাডভোকেট’ নিয়োগ করল ইউনিসেফ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতের নেপথ্য কণ্ঠশিল্পী অসমের নাহিদ আফ্ৰিনকে ইউনিসেফ গত ২২ নভেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ৰথমবার ‘ইয়ুথ অ্যাডভোকেট’ হিসেবে নিয়োগ করেছে। ২০১৬ সালে বলিউডের হিন্দি ছবি ‘আকিরা’-তে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হয় নাহিদের এবং বেশকটি পুরস্কারও পান তিনি। ২০১৮ তে অসম রাজ্য চলচ্চিত্ৰ পুরস্কারও পান নাহিদ।

‘তরুণ অ্যাডভোকেট’ হিসেবে সুন্দর বিশ্ব গড়তে যুবক ও শিশুদের অনুপ্ৰাণিত করার পাশাপাশি তাদের অধিকারের প্ৰতি সর্বজনের শ্ৰদ্ধা সুনিশ্চিত করতে নাহিদ রোল মডেল হিসেবে কাজ করবেন।

গুণগত শিক্ষার সুবিধা,স্বাস্থ্যরক্ষা,শিশুদের বিরুদ্ধে হিংসার অবসান সহ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পদক্ষেপগুলির প্ৰতি ইয়ুথ অ্যাডভোকেটকে সমর্থন জানাতে হবে এবং সমতা স্থাপন সংক্ৰান্ত ইস্যুগুলিতে তিনি বক্তব্য রাখতে পারবেন।