নগাঁও জেলার বটদ্ৰবার কাছে ধূপগুড়ির ঢাকাইবস্তিতে ঘটলো এক হৃদয় বিদারক ঘটনা। পিতার গাড়ির তলায় চাপা পড়ে মারা গেল দেড় বছরের কন্যা সন্তানটি।
ঘটনার বিবরণে প্ৰকাশ,পিতা মিজানুর রহমান নিজের গাড়িটি গ্যারেজে রাখার সময় তাঁর অজ্ঞাতেই শিশুটি হঠাৎ ঘর থেকে দৌড়ে এসে গাড়ির চাকায় নিচে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গেই পিতা তাঁর মেয়েকে ধিং এফআরইউতে নিয়ে যান যদিও চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে ধিং পুলিশ মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার জন্য নগাঁও অসামরিক হাসপাতালে পাঠায়।
শিশু কন্যাটির নিষ্প্ৰাণ দেহ বাড়িতে আনার পর এক অবর্ণনীয় শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। পিতা-মাতার কান্নায় পুরো পরিবেশ নিথর হয়ে পড়ে। আশেপাশের লোকজনেরও চোখ ছলছল করে ওঠে। এই পরিস্থিতি ভাষায় বর্ণনা করা যাবে না। পিতা-মাতার বুকফাটা কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই। পুরো অঞ্চলটিতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে।