ব্ৰেকিং নিউজ

পুব গুয়াহাটি পুলিশ জেলায় ১৪৪ ধারা জারি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটি ইস্ট পুলিশ জেলার ডেপুটি কমিশনার ড.রামনদীপ কাউর গুয়াহাটি পুব জেলায় ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেছেন। কিছু নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ব্যক্তি অথবা গোষ্ঠী এবং সংস্থা ও সংগঠন গুয়াহাটি ইস্ট পুলিশ জেলার একাংশে অফিসের স্বাভাবিক কাজকর্ম,জনগণ ও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টির খবর প্ৰকাশ্যে আসার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এক নির্দেশে তিনি বলেছেন,কিছু ব্যক্তি,সংগঠন ও সংস্থা গুয়াহাটি পুব পুলিশ জেলা এলাকায় আন্দোলন,বিক্ষোভ ও শ্লোগান দেওয়ার কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা এঁটেছে। এতে শান্তিভঙ্গ ও জনগণ ও যানবাহনের অবাধ চলাচল ও অফিসের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।

জনগণ এবং যানবাহনের স্বাভাবিক চলাচল ও বিভিন্ন অফিসের স্বাভাবিক কাজকর্ম সুনিশ্চিত করার লক্ষ্যেই পুব পুলিশ জেলায় চাপানো হয় এই নিষেধাজ্ঞা। উল্লেখ করা যেতে পারে যে এই নির্দেশের মাধ্যমে পাঁচ জনের বেশি ব্যক্তি একজোট হওয়া,আন্দোলন,বিক্ষোভ,মিছিল ও শ্লোগান দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুব গুয়াহাটি পুলিশ জেলার আওতায় যে এলাকা গুলি রয়েছে সেগুলি হলো দিশপুর,ভাঙাগড়,বশিষ্ঠ,হাতিগাঁও,সোনাপুর ও ক্ষেত্ৰি। ৭ জানুয়ারি থেকে এই নির্দেশ বলবৎ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকছে।