ব্ৰেকিং নিউজ

পুলওয়ামার ঘটনার বদলা দুই জঙ্গি নিহত সেনার গুলিতে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে নেমে ভারতীয় নিরাপত্তা বাহিনী জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে। সেনার গুলিতে নিহত হয় পুলওয়ামা কাণ্ডের এক মাস্টার মাইন্ড একজন কমান্ডার। গত ১৪ ফেব্ৰুয়ারি পাকিস্তান মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের আত্মঘাতী জঙ্গি আইডি বোঝাই গাড়ি নিয়ে শ্ৰীনগরগামী সিআরপিএফ-এর বিশাল কনভয়ের একটি বাসে ধাক্কা মেরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছিল। ওই বিস্ফোরণে ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান শহিদ হন। এরপরই জঙ্গি আক্ৰমণের বদলা নেওয়ার জন্য সারা দেশ ক্ষোভে,উত্তেজনায় ফুঁসতে থাকে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এই ঘটনার বদলা নিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে স্বতন্ত্ৰভাবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পণ করেন। এরপরই ভারতীয় নিরাপত্তা বাহিনী জঙ্গি বিরোধী অভিযানে নামে।

ওদিকে জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় একজন মেজর সহ চারজন সেনা জওয়ান শহিদ হন। রিপোর্টে প্ৰকাশ,কামরান নামের এক পাক জঙ্গি পুলওয়ামার পিংলান এলাকায় সেনার সঙ্গে সংঘর্ষে হিলাল নামে এক স্থানীয় জঙ্গি মারা গেছে।