ব্ৰেকিং নিউজ

প্ৰখ্যাত হিন্দুস্তানি শাস্ত্ৰীয় সংগীত শিল্পী অন্নপূর্ণা দেবী চলে গেলেন

Sentinel Digital Desk

বিশিষ্ট হিন্দুস্তানি শাস্ত্ৰীয় সংগীত শিল্পী অন্নপূর্ণা দেবী আজ সকালে মুম্বইয়ে ব্ৰিচ ক্যান্ডি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। মুম্বইয়ে অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের একজন মুখপাত্ৰের মতে,গত কয়েক বছর ধরে অন্নপূর্ণা দেবী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্ৰবার শেষরাত ৩-৫১ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। তিনি পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি তাঁর মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেছেন। মমতা টুইট করে বলেছেন,অন্নপূর্ণা দেবীর মৃত্যুতে আমি শোকাহত,যিনি ছিলেন মাইহার ঘরানার প্ৰতিষ্ঠাতা। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্ৰতি আমি শোক জানাচ্ছি’।