ব্ৰেকিং নিউজ

প্ৰাক্তন কংগ্ৰেসি মন্ত্ৰী চন্দন সরকার প্ৰয়াত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের প্ৰাক্তন মন্ত্ৰী এবং বরিষ্ঠ কংগ্ৰেস নেতা চন্দন কুমার সরকার আজ বঙ্গাইগাঁওয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সরকারকে বঙ্গাইগাঁওয়ের লোয়ার আসাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তদানীন্তন তরুণ গগৈ সরকারের আমলে সরকারকে সেচমন্ত্ৰী হিসেবে নিয়োগ করা হয়েছিল। বরিষ্ঠ এই কংগ্ৰেস নেতার আকস্মিক মৃত্যুতে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি শোকাহত এবং হতাশ।

সরকারের মৃত্যুতে এক শোকবার্তায় এপিসিসি সভাপতি রিপুন বরা দক্ষিণ অভয়াপুরির বিধায়ক সরকারের শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানান। বলেন,‘আজ সকালে এই খবর জানতে পেরে আমরা মর্মাহত। গতকালও পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে আমরা একসঙ্গে আলোচনা করেছি। তাঁর সঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দু-তিনবার কথাও হয়েছে। চন্দন সরকার আমাদের কংগ্ৰেসের এক সম্পদ ছিলেন। অসম আন্দোলনকালে কংগ্ৰেসের দুর্দিনেও সরকার এবং ড.ভূমিধর বর্মন দলকে একজোট ও শক্তিশালী রাখতে লাগাতার চেষ্টা করেছেন। তিনি ছিলেন স্পষ্টবাদী এবং আত্মপ্ৰত্যয়ী কংগ্ৰেস নেতা। দলের প্ৰতি তিনি যে দায়িত্ব পালন করেছেন তা সবসময় স্মরণে থাকবে’।

রিপুন বরা এবং অন্যান্য কংগ্ৰেস নেতারা প্ৰাক্তন মন্ত্ৰী সরকারের অন্ত্যেষ্টিতে যোগ দিতে বঙ্গাইগাঁওয়ে যাওয়ার কথা আছে।

বর্তমান অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও সরকারের মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন। একসময়ে সরকার সতীর্থ ছিলেন শর্মার। এক শোকবার্তায় হিমন্তবিশ্ব শর্মা প্ৰয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করেন।