ব্ৰেকিং নিউজ

ফের বন্যার কবলে কাজিরঙা, ২২৫টি জীবজন্তুর মৃত্যু

Sentinel Digital Desk

অসম ফের বন্যার কবলে। এই নিয়ে দ্বিতীয়বার বন্যা থাবা বসালো রাজ্যে। বন্যা ইতিমধ্যে রাজ্যের বিশেষ কার কাজিরঙা জাতীয় উদ্যানের ব্যাপক ক্ষতি করেছে।

২২৫ টি জীবজন্তুর মৃত্যু হয়েছে দুদফার বন্যায়। উদ্যানের সঞ্চালক সত্যেন্দ্ৰ সিং বলেন ,কাজিরঙার ৭০ শতাংশ এলাকা এখন জলের তলায়। প্ৰথম দফার বন্যায় মারা গিয়েছিল উদ্যানের ১০৫টি জীবজন্তু। সব মিলিয়ে এ বছরের বন্যা ২২৫টি পশুর প্ৰাণ কেড়ে নেয়। সিং বলেন, জল কমতে শুরু করলেও পুরোপুরি শুকোতে আরও কিছুটা সময় লাগবে।বন্যায় ১৭৮টি হরিণ, ১৫টি গন্ডার, ৪টি হাতি ও ১টি বাঘের মৃত্যু হয়েছে।