ব্ৰেকিং নিউজ

বটদ্ৰবার ভেটিয়নিতে মেধাবী ছাত্ৰের আত্মহত্যা

Sentinel Digital Desk

নগাঁও জেলার ভেটিয়নি গ্ৰামে ১৬ বছর বয়সী একটি কিশোর শুক্ৰবার রাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় গোটা অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে,বটদ্ৰবা শ্ৰী শ্ৰী শঙ্করদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্ৰেণির মেধাবী ছাত্ৰ বিজয় চৌহান তার মায়ের সঙ্গে গত দুবছর ধরে ভেটিয়নির ভূপেন কলিতার ঘরে বসবাস করছিল।

অমায়িক,নম্ৰ স্বভাবের কিশোরটি শুক্ৰবার রাতে নিজের কোঠায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেখার পরই বাড়িতে হইচই শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য,মৈরাবাড়ি পুলিশ চৌকির তদানীন্তন ভারপ্ৰাপ্ত অফিসার ভূপেন কলিতা ভুরাগাঁও অঞ্চলের বন্যা পীড়িত পিতৃহারা গরিব মেধাবী কিশোর বিজয় চৌহানকে পরিবারের সহমতের ভিত্তিতে মাও ছেলেকে তার ভেটিয়নির বাড়িতে আশ্ৰয় দিয়েছিলেন। বিজয়ের পড়াশোনা সহ তাদের সুন্দর জীবন নির্বাহের জন্য সমস্ত সুবিধা দিয়েছিলেন কলিতা। কিন্তু হঠাৎ কিশোরটি কেন আত্মহত্যার পথ বেছে নিল তা রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।