ব্ৰেকিং নিউজ

বাংলায় কোনও এনআরসি হতে দেব নাঃ মমতা

Sentinel Digital Desk

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী তথা তৃণমূল কংগ্ৰেস সুপ্ৰিমো মমতা ব্যানার্জি আজ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জোরদার আক্ৰমণ হেনে বলেন,তাঁর রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)কাজ চালাতে তিনি কখনোই অনুমতি দেবেন না। মমতা বলেন,২০১৯-এর নির্বাচনে বিজেপি শাসিত সরকার যে বদল হবে সে ব্যাপারে তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। ব্যানার্জি বলেন,‘বাংলায় এনআরসির কাজকর্মে আমরা অনুমতি দেব না। তারা(বিজেপি নেতারা)আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। চ্যালেঞ্জের মুখে পড়লে আমরাও এর যোগ্য প্ৰত্যুত্তর দেব’।

রাজ্যের সাম্প্ৰতিক পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে তিনি বলেন,বিজেপি রাজ্যে হত্যার রাজনীতি চালাচ্ছে। তিনি এমনটা কিছুতেই হতে দেবেন না। ‘বিজেপি তদানীন্তন মাওবাদীদের শক্ত ঘাঁটি জঙ্গলমহলে মুষ্টিমেয় কয়েকটি আসন পেয়েছে খুন খারাবির রাজনীতির মাধ্যমে। প্ৰাক্তন সিপিআই(এম)-এর একাংশ লোক তাদের হয়ে কাজ করছে’।

রাজ্যের কোনও নাগরিকের পিঠে ভুল করে বিদেশির তকমা সেঁটে দেওয়ার বিষয়টি তিনি কখনো বরদাস্ত করবেন না এবং সেইহেতু পশ্চিমবাংলায় এনআরসি চান না তিনি। মমতা আরও বলেন,‘আমরা বাংলার বাঘ,একজন ভারতীয়কে বিদেশি বানিয়ে দেওয়া আমরা সহ্য করবো না’।