ব্ৰেকিং নিউজ

বিজেপিকে উৎখাত করতে রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান রানা গোস্বামীর

Sentinel Digital Desk

যোরহাটঃ নিখিল ভারত কংগ্ৰেস কমিটির(এনবিসিসি) সম্পাদক রানা গোস্বামী বিজেপি সরকারকে উৎখাত করতে অসমের জনগণ এবং রাজনৈতিক দলগুলিকে হাতে হাত মিলিয়ে খুব শিগগিরই একটা মঞ্চ গড়ার আহ্বান জানিয়েছেন। শুক্ৰবার যোরহাট প্ৰেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন তিনি।

গোস্বামী বলেন,অরুণাচল প্ৰদেশ ও মেঘালয়ের মুখ্যমন্ত্ৰীরা যেখানে নাগরিকত্ব(সংশোধনী)বিলের বিরুদ্ধে কথা বলছেন সেখানে অসমের মানুষ ও এই অঞ্চলের সর্বাঙ্গীণ স্বার্থে সর্বানন্দ সোনোয়াল কেন গদি ছাড়তে পারছেন না? অল ইন্ডিয়া কংগ্ৰেসের সম্পাদক বলেন,বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের স্বার্থেই বিতর্কিত এই বিলটি পাস করতে চাইছে। আসমিয়া মানুষের ভাবাবেগ নিয়ে তাদের কোনও মাথাব্যথাই নেই। তাই বিজেপি-র বিরুদ্ধে লড়াই চালাতে সব রাজনৈতিক দলগুলিকে এসময়ে একজোট হওয়া উচিত-বলেন তিনি।

‘সর্বানন্দ সোনোয়াল এখন গদি বাঁচাতেই ব্যস্ত রয়েছেন। ওদিকে হিমন্তবিশ্ব শর্মা বিজেপি-র উপর মহলের সঙ্গে যোগাযোগ রেখে বিল পাসের চেষ্টা করে যাচ্ছেন। ‘এক দুদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্ৰী হওয়াই তার লক্ষ্য’-বলেন গোস্বামী। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী বিতর্কিত বিলটি নিয়ে বিধায়কদের ডাকা তো দূরের কথা একটা বৈঠক পর্যন্ত ডাকেননি। অথচ এটা তাঁর কর্তব্য ছিল-গোস্বামী উল্লেখ করেন।