ব্ৰেকিং নিউজ

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানবন্দরের অ্যারো ইন্ডিয়া শো-র পার্কিলটে আগুন লেগে ১০০ গাড়ি ভস্মীভূত

Sentinel Digital Desk

বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে থাকা পার্কিলটে আগুন লেগে কমপক্ষেও ১০০টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বিমানবন্দরটি অ্যারো ইন্ডিয়া শো-এর আয়োজন করেছিল। আগুন লাগার পর তা নিমেষে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখা নিমেষে গ্ৰাস করে নেয় ১০০ টি গাড়ি। কর্নাটক অগ্নি নির্বাপক বিভাগ এখবর জানিয়েছে। অ্যারো ইন্ডিয়া শো-র ওড়ানের প্ৰস্তুতি চলার সময় আজ দুপুর ১২-১৫ মিনিট নাগাদ আগুন লাগে।

অগ্নি নির্বাপক বিভাগের মতে,পাশাপাশি পার্ক করে রাখা গাড়িগুলির মধ্যে কিছুটা ব্যবধান সৃষ্টি করে আগুন বাগে আনা সম্ভব হয়। তবে আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সরকারি সূত্ৰ জানাচ্ছে,সম্ভবত শুকনো ঘাসে আগুন লেগে তা দ্ৰুত ছড়িয়ে পড়ে। ওই সময় জোরে বাতাসও বইছিল। অগ্নি নির্বাপক কর্মীরা বেশকিছু গাড়ি ওখান থেকে সরিয়ে ফেলায় আগুনের আঁচ থেকে সেগুলি বেঁচে যায়। এই ঘটনার পর অ্যারো ইন্ডিয়া শো স্থগিত রাখা হয়েছে।