ব্ৰেকিং নিউজ

ভারত পাক সম্পর্ক,সার্ক বিদেশমন্ত্ৰীদের বৈঠক থেকে বেরিয়ে এলেন সুষমা

Sentinel Digital Desk

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই আরও একটি ঘটনা নাড়িয়ে গেল ভারতের বিদেশমন্ত্ৰী সার্ক বিদেশমন্ত্ৰীদের বৈঠক থেকে মাঝ পথে বেরিয়ে আসায়। ওই বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্ৰী শাহ মেহমুদ কুরেশিও উপস্থিত ছিলেন। নিউইয়র্কে রাষ্ট্ৰপুঞ্জের ৭৩তম সাধারণ অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সার্ক(দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)বিদেশ মন্ত্ৰীদের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন স্বরাজ। ওই বৈঠকে পৌরোহিত্য করছিলেন নেপালের বিদেশমন্ত্ৰী প্ৰদীপ কুমার গেওয়ালি

কিন্তু স্বরাজ বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন। সুষমার সভা ত্যাগের পর পাক বিদেশমন্ত্ৰী কুরেশি সাংবাদিকদের বলেন,‘স্বরাজের সঙ্গে আমার কোনও কথা হয়নি। মাঝপথে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন। হয়তো তিনি সুস্থ বোধ করছিলেন না’। কুরেশি আরও বলেন,‘সার্ক মঞ্চ থেকে রাষ্ট্ৰগুলিকে কিছু অর্জন করতে হলে তাদের এগিয়ে যেতে হবে। এই অঞ্চলে সার্কের অগ্ৰগতি ও সাফল্যের ক্ষেত্ৰে শুধু একটা দেশই ক্ষতি করছে’। কুরেশি বলেন,‘ভারত সার্কের কথা বলে কিন্তু এই মঞ্চ থেকে কী অর্জন করা যায় সে সম্পর্কে ফলপ্ৰসূ কিছুই হচ্ছে না এবং তাদের আচরণ সার্কের উদ্দেশ্যের পরিপন্থী’। পাকিস্তান চায় এই অঞ্চলে সার্কের উদ্দেশ্য সফল হোক’। একটি সূত্ৰ বলেছে,শুধু স্বরাজই নয় তার আগে এই বৈঠক থেকে বেরিয়ে গেছেন বাংলাদেশ ও আফগান বিদেশমন্ত্ৰীও।

স্বরাজ অবশ্য এরআগে সার্ক বৈঠকে বলেছিলেন,হুমকি এবং হিংসাশ্ৰয়ী ঘটনা দক্ষিণ এশিয়ায় বিপদ বাড়িয়ে তুলছে। আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্ৰে সন্ত্ৰাসবাদ হচ্ছে সবচেয়ে বড় হুমকি। আমাদের সবধরনের সন্ত্ৰাসের শিকড় উপড়ে ফেলা প্ৰয়োজন। ভারতীয় সেনা ও কাশ্মীরে তিনি পুলিশ কর্মীকে পাক জঙ্গিরা হত্যা করায় গত সপ্তাহে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা প্ৰত্যাখ্যান করেছিল।