ব্ৰেকিং নিউজ

মণিপুরে কেসিপি জঙ্গি তহবিলের জন্য রাখা ৪৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল এনআইএ

Sentinel Digital Desk

মণিপুরে জঙ্গি কার্যকলাপ প্ৰতিহত করতে একটা বড় ধরনের সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ,নিয়া)। শনিবার একজন সন্দেহজনক মহিলার কাছ থেকে এনআইএ ৪৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাংলেইপক কমিউনিস্ট পার্টির(কেসিপি)কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়েই নিয়ার কর্মকর্তারা ওই অর্থ উদ্ধার করেন। নিয়া ২০১৭-র মার্চে জঙ্গি সংগঠনটির সন্ত্ৰাসী কার্যকলাপ সম্পর্কিত একটি মামলা এবং বেআইনি কার্যকলাপের তদন্ত চালাতে গিয়ে এই সাফল্যের মুখ দেখতে সফল হয়।

পুলিশ সূত্ৰ জানাচ্ছে কে প্ৰমোদিনী নামে শনাক্ত এক মহিলার কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। মহিলাটি আরআইএমএস ইম্ফল,মণিপুরের কর্মী। খবরে প্ৰকাশ,টাকাগুলি আসলে এন সবিতা দেবীর। যিনি অভিযুক্ত ড.মুতুম শ্যামো সিং-এর স্ত্ৰী। শ্যামো সিং ইম্ফলের জেএনএমআইএস হাসপাতালের প্ৰাক্তন সঞ্চালক ছিলেন। জঙ্গি সংগঠন কেসিপির হয়ে ওই টাকা সংগ্ৰহ করেছিলেন মুতুম শ্যামো সিং। মুতুমের স্ত্ৰী সবিতা দেবী জঙ্গিদের তহবিলের জন্য ওই টাকা প্ৰমোদিনীর হাতে তুলে দিয়েছিলেন বলে নিয়ার তদন্তে উল্লেখ করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে নিয়া গত ৬ জুলাই মুতুম শ্যামো সিংকে গ্ৰেপ্তার করেছিল কেসিপির সঙ্গে তার সক্ৰিয়ভাবে জড়িত থাকার অভিযোগে। ওই সময়ে নিয়া জোর তল্লাশি চালিয়ে মুতুমের বাড়ি থেকে ৪০,০৩০০০ টাকার নতুন নোট এবং ১ লক্ষ টাকার পুরনো নোট বাজেয়াপ্ত করেছিল। রাজ্যে জঙ্গি কার্যকলাপ চালাতে ওই টাকা সন্ত্ৰাসীদের তহবিলে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।