ব্ৰেকিং নিউজ

মণিপুরে ৪টি ট্ৰাকে আগুন,২৪ ঘণ্টা বনধে স্তব্ধ ইম্ফলের জনজীবন

Sentinel Digital Desk

মণিপুরে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা বনধ চলাকালে তামেংলং জেলার বিভিন্ন জেলিয়াংরং অসামরিক সংগঠনের সন্দেহভাজন সদস্যরা ইম্ফল-জিরিবাম হাইওয়েতে কমপক্ষে ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে।

বনধে ইম্ফলের স্বাভাবিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্ৰস্ত হয়। জেলিয়াংরং বাউদি(জেবি),জেলিয়াংরং ইয়ুথ ফ্ৰন্ট অসম,মণিপুর,নাগাল্যান্ড এবং সারা জেলিয়াংরং ছাত্ৰ সংস্থা যৌথভাবে বুধবার মাঝ রাত থেকে এই বনধ ডেকেছিল। গত ৪ আগস্ট জেডওয়াইএফ ও ছাত্ৰ নেতাদের অপহরণে জড়িত বলে অভিযুক্ত এনএসসিএন(আইএম)ক্যাডারদের শাস্তি দিতে সরকারি ব্যর্থতার প্ৰতিবাদে এই বনধ ডাকে তারা।

বনধে তামেংলং জেলার জেলিয়াংরং অধ্যুষিত এলাকা ও নানি জেলায় স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়। বেশকিছু হিংসাশ্ৰয়ী ঘটনাও ঘটে। পুলিশ জানায়,জিরিবাম থেকে ইম্ফল অভিমুখে আসা আলু ও পেঁয়াজ বোঝাই দুটি ট্ৰাক সম্পূর্ণ পুড়ে যায় আগুনে।