ব্ৰেকিং নিউজ

মহারাষ্ট্ৰের ওয়ারধায় বিস্ফোরণে নিহত ৬,আহত ১০

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মহারাষ্ট্ৰের ওয়ারধা জেলায় একটি অস্ত্ৰ নির্মাণ কারখানার কাছে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত এবং অন্যান্য ১০ জন আহত হন। আজ সকাল সাতটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। প্ৰতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা একথা জানান। গোলা বারুদগুলি আনলোড করার সময় এই বিস্ফোরণ ঘটে।

গোলা বারুদগুলি আনলোড করার সময় ঠিকা শ্ৰমিকরা ওই স্থানে উপস্থিত থাকায় পরিস্থিতি গুরুতর রূপ নেয়। বিস্ফোরণে ঠিকা শ্ৰমিকদের বেশ কজন আহত হন। ঘটনাস্থলেই মারা যান কয়েকজন। ওয়ারধার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল পিংলের রিপোর্ট মতে,বিস্ফোরণের সময় ১০ থেকে ১৫ জন ঠিকা শ্ৰমিক ওখানে উপস্থিত ছিলেন। পিংলে আরও বলেন,আনলোডিঙের সময় গোলা বারুদ বোঝাই একটি বাক্সে বিস্ফোরণটি ঘটে। খোলা জায়গায়ই ঘটেছে এই বিস্ফোরণ।

চারজন শ্ৰমিক ঘটনাস্থলেই প্ৰাণ হারান। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে। বাকি আহতদের নিকতবর্তী সাভাঙ্গি গ্ৰামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে গোলাবারুদ কারখানার কর্মীও রয়েছেন। উল্লেখ্য,১৯১৬ সালে পুলগাঁও গোলাবারুদ কারখানায় এজাতীয় বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।