ব্ৰেকিং নিউজ

মানকাচরে যুবকের মৃতদেহ উদ্ধার

Sentinel Digital Desk

দক্ষিণ শালমারা মানকাচর জেলার কালাপানি অঞ্চলের চোমরাশালিতে আজ একটি যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের গলা কেটে ও হাত পা বেঁধে খোলা মাঠে ফেলে যাওয়ার ঘটনায় অঞ্চলটিতে চাঞ্চল্য দেখা দেয়। যুবকটি তেলডালার বাসিন্দা সোরহাব আলির ছেলে রফিক ইসলাম বলে জানা গেছে। মৃত যুবকটি তার বন্ধু রবিয়াল হকের সঙ্গে বৃহস্পতিবার বাঘাপাড়ায় পুজো দেখতে গিয়েছিল। জানা গেছে পুজোর দিন সন্ধ্যায় দুজনকে চোমরাশালির সেরিকালচার কার্যালয়ের সামনে বসে থাকতে দেখা গিয়েছিল। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্ৰেপ্তার করেননি।