ব্ৰেকিং নিউজ

মার্ক জুকেরবার্গের সঙ্গে মনোমালিন্যের জেরেই ইস্তফা দিলেন ইনস্টাগ্ৰামের সহ প্ৰতিষ্ঠাতারা

Sentinel Digital Desk

ইনস্ট্ৰাগ্ৰাম সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইনস্টাগ্ৰামের সহ প্ৰতিষ্ঠাতা কেভিন সাইস্টর্ম এবং মাইক ক্ৰিজার ফেসবুক আইএনসি-মালিকানাধীন ফোটো ও ভিডিও শেয়ারিং অ্যাপের চিফ এগজিকিউটিভ ও চিফ টেকনিক্যাল অফিসারের পদে ইস্তফা দিয়েছেন। ২০১০ সালে তাঁদের প্ৰতিষ্ঠিত ফোটো শেয়ারিং সোসিয়েল মিডিয়া থেকে হঠাৎ করে সরে যাওয়ার ব্যাপারে তারা কোনও ব্যাখ্যা দেননি।

তবে ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে ফেসবুকের চিফ এগজিকিউটিভ অফিসার মার্ক জুকেরবার্গের সঙ্গে মতানৈক্যের জেরেই ইনস্টাগ্ৰামের সহ প্ৰতিষ্ঠাতাদ্বয় ইস্তফা দিয়েছেন। ফেসবুক ২০১২ তে ইনস্টাগ্ৰাম অধিগ্ৰহণের সময় থেকেই কেভিন সাইস্টর্ম ও মাইক ক্ৰিজার কোম্পানির সঙ্গে জড়িত ছিলেন। ব্লুমবার্গের একটি অজ্ঞাত সূত্ৰের উদ্ধৃতি অনু্যায়ী জুকেরবার্গ ফেসবুকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইনস্টাগ্ৰামে বেশি বিশ্বস্ত হয়ে পড়ায় এবং সব কিছুতে নাক গলানোয় হতাশ হয়েই তাঁরা ইস্তফা দিয়েছেন।