ব্ৰেকিং নিউজ

মুকালমুয়ার কাছে রাজ্য পরিবহণের বাস দুর্ঘটনাগ্ৰস্ত,৬টি মৃতদেহ উদ্ধার

Sentinel Digital Desk

নলবাড়ি জেলার মুকালমুয়ার কাছে আজ এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে রাজ্য পরিবহণ নিগমের নং-এএস-২০-১৪২২ একটি বাস বরপেটা অভিমুখে যাওয়ার সময় মুকালমুয়ার কাছে আদাবাড়িতে পথ থেকে ছিটকে পাশের একটি গভীর জলাশয়ে মুখথুবড়ে পড়ে। অভিশপ্ত বাসটিতে ৩০ জন যাত্ৰী ছিলেন। এপর্যন্ত ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। বাসটি জল থেকে টেনে আনা হয়েছে জেসিবির সাহায্যে। আহতদের মুকালমুয়া অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। নলবাড়ির জেলাশাসক সঞ্জীব কুমার দাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন।