ব্ৰেকিং নিউজ

মুসলিম পরিবারের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ সেফ বিকাশ খান্না-র

Sentinel Digital Desk

১৯৯২ সালে মুম্বই দাঙ্গার সময় তাঁর প্ৰাণ বাঁচানোয় এবং বাড়িতে আশ্ৰয় দেওয়ায় একটি মুসলিম পরিবারের প্ৰতি এক টুইটে কৃতজ্ঞতা প্ৰকাশ করেছেন সেলিব্ৰিটি সেফ বিকাশ খান্না। দীর্ঘদিন পর ওই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। খান্না টুইটে বলেছেন ৯২-র ওই দাঙ্গার পর প্ৰতি বছর পবিত্ৰ রমজান মাসে মাত্ৰ একদিন তিনি উপবাস করেছেন। পরোপকারী ওই পরিবারের সঙ্গে যোগাযোগ হওয়ায় এবারের ইদই তাঁর কাছে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।