ব্ৰেকিং নিউজ

মেঘালয়ের কয়লা খাদানে শ্ৰমিকদের খোঁজে চলছে অভিযানঃ পাওয়া গেছে ৩টি হেলমেট

Sentinel Digital Desk

টানা ১৬ দিন ধরে মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়ায় একটি খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। গত শুক্রবার বিশালাকার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন পাম্প নিয়ে বায়ুসেনার লকহিড মার্টিন সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান পৌঁছায় সেখানে। শনিবার জোরকদমে উদ্ধারকাজে নেমে ডুবুরিরা পেয়েছেন তিনটি হেলমেট। যদিও এখনও পর্যন্ত সন্ধান মেলেনি কোনো নিখোঁজ শ্রমিকের।

এক নজরে দেখে নেওয়া যাক ঘ‌টনাবলি-

১. গত ১৩ ডিসেম্বর রাতে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া জেলার কসন গ্রামে জঙ্গলের ভিতরে অবস্থিত একটি বেআইনি কয়লা খাদানে (যেগুলিকে র‍্যাট হোল মাইনিং বলা হয়) নেমেছিলেন ওই শ্রমিকরা।

২. মূলত উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কারণেই মৃত্যুুর মুখ থেকে তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।

৩. শুক্রবার সকালে উদ্ধার কাজে লাগানো হল বায়ুসেনার লকহিড মার্টিন সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান।

৪. বিশালাকার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন পাম্প নিয়ে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছায় বায়ুসেনার বিমান।

৫. সাতটি বড় ট্রাক সেই পাম্প নিয়ে পৌঁছায় ২২০ কিমি দূরের ঘটনাস্থলে।

৬. উচ্চক্ষমতার পাম্প দিয়ে উদ্ধারকাজ চালাতে গিয়ে ডুবুরিরা সেই পচা গন্ধ পেতেই বাড়ছে দুশ্চিন্তা।

৭. শনিবার ডুবুরিরা পান তিনটি হেলমেট।

৮. উদ্ধারকারীদের মতে, নিখোঁজ শ্রমিকরা আদৌ জীবিত আছেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।