প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি গত ২৩ সেপ্টেম্বর প্ৰধানমন্ত্ৰী জন আরোগ্য যোজনা(পিএমজেওয়াই)আয়ুষ্মান ভারত প্ৰকল্পটি চালু করে্ন। গরিব পরিবারের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন মোদি। এই স্কিম অনু্যায়ী পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসা ব্যয় মেটানোর প্ৰস্তাব রাখা হয়েছে। তবে পাঁচটি রাজ্য এই প্ৰকল্পের আওতায় থাকছে না। রাজ্যগুলি হচ্ছে,দিল্লি,ওড়িশা,কেরল,পাঞ্জাব ও তেলেঙ্গানা। প্ৰকল্প থেকে এই রাজ্যগুলি নিজেদের নাম প্ৰত্যাহার করে নিয়েছে।
অবিজেপি শাসিত এই পাঁচ রাজ্য বলেছে,তারা প্ৰকল্পটি রূপায়ণে আগ্ৰহী নয়। তারা বলছে কেন্দ্ৰ এটাকে বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য প্ৰকল্প বলে বর্ণনা করেছে। তবে তাদের রাজ্যে এর চেয়েও উন্নত স্বাস্থ্য প্ৰকল্প রয়েছে।
সিপিআই(এম)শাসিত কেরলের মুখ্যমন্ত্ৰী পিনারায়ি বিজয়ন কেন্দ্ৰের আয়ুষ্মান ভারত প্ৰকল্পের সমালোচনা করেছেন। কেরলের অর্থমন্ত্ৰী টমাস ইসাক একগুচ্ছ টুইটে প্ৰশ্ন করেন,কেন্দ্ৰ কিভাবে এই বিশাল প্ৰকল্প রূপায়ণ করবে। তিনি এটাকে একটা বিরাট ধাঁধা বলে বর্ণনা করেন। দিল্লিও আয়ুষ্মান ভারত প্ৰকল্প রূপায়ণে সমঝোতা চুক্তি সই করেনি। ওড়িশার মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনায়ক কেন্দ্ৰের এই প্ৰকল্পের সমালোচনা করেন। তাঁর রাজ্যে এরচেয়ে উন্নত স্বাস্থ্য রক্ষা প্ৰকল্প রয়েছে। ওড়িশায় মহিলাদের চিকিৎসার ৭ লক্ষ টাকা দেওয়া হছে। তেলেঙ্গানা সরকারও আয়ুষ্মান প্ৰকল্প থেকে সরে দাঁড়িয়েছে। আরোগ্যশ্ৰী প্ৰকল্প রয়েছে তেলেঙ্গানায়। পঞ্জাবের মুখ্যমন্ত্ৰী অমরিন্দার সিং বলেন,তার রাজ্যে ইতিমধ্যেই স্বাস্থ্য বিমা প্ৰকল্প চালু করেছে।