ব্ৰেকিং নিউজ

রাষ্ট্ৰপতি পদক পাচ্ছেন অসম পুলিশের আধিকারিক পার্থসারথী মহন্ত

Sentinel Digital Desk

কামরূপের পুলিশ সুপার পার্থ সারথী মহন্ত রাষ্ট্ৰপতি পুলিশ পদক পাচ্ছেন তাঁর দক্ষতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে। আগামিকাল স্বাধীনতা দিবসে সরকারিভাবে একথা ঘোষণা করা হবে। আইপিএস মহন্ত বর্তমানে কামরূপের পুলিশ সুপার পদে বহাল রয়েছেন। আগামিকাল স্বাধীনতা দিবসে এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হবে। জেলায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই মর্যাদাসম্পন্ন পুসস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতেও মহন্তের অসীম অবদান রয়েছে।