ব্ৰেকিং নিউজ

রয়টারের দুই সাংবাদিকের বিরুদ্ধে কোর্টের রায়কে সমর্থন মায়ানমার নেত্ৰী সুকির

Sentinel Digital Desk

মায়ানমার নেত্ৰী আন সাং সুকি এক বিবৃতিতে বলেছেন,রয়টারের সাংবাদিক ওয়া লোন এবং কায়ো সো উ-র জেল হয়েছে। কারণ তারা দেশের সরকারি গোপন আইন ভেঙেছেন। সরকারি গোপন আইনের অধীনে গত সপ্তাহে রয়টারের দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়,যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে। এই দুই সাংবাদিক রোহিঙ্গা মুসলিম হত্যাকাণ্ডের তদন্ত করছিলেন। বৃহস্পতিবার ভিয়েতনামে আসিয়ান সম্পর্কে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় সুকি মায়ানমারের আইনি ব্যবস্থার পক্ষেই ওকালতি করেন।