বিজেপি প্ৰার্থী প্ৰদান বরুয়া লখিমপুর লোকসভা কেন্দ্ৰে কংগ্ৰেসের অনিল বরগোঁহাইকে ব্যাপক ভোটে হারান। বরুয়া পেয়েছেন ৭,৬২,৬৪৩টি ভোট। বরগোঁহাইর পক্ষে পড়ে ৪,১৭,৩৩৭টি ভোট। প্ৰায় সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে জয়ী হন বরুয়া।