ব্ৰেকিং নিউজ

লামডিঙে ডেঙ্গু আক্ৰান্তের সংখ্যা ক্ৰমেই বাড়ছে

Sentinel Digital Desk

হোজাই জেলার লামডিঙে দ্ৰুতলয়ে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্ৰান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহ ধরে লামডিঙে জ্বরে আক্ৰান্ত ৮০ শতাংশ রোগীর রক্ত পরীক্ষা করে দেখা গেছে,তাদের অধিকাংশই ডেঙ্গু আক্ৰান্ত। লামডিং রেলওয়ে হাসপাতালে বর্তমানে ৯ জন ডেঙ্গু আক্ৰান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎকরে ডেঙ্গু সংক্ৰমণে লামডিংবাসী মানুষ চিহ্নিত। রেলের স্বাস্থ্য বিভাগ মশা নির্মূল করতে ধোঁয়া দেওয়া কিংবা অন্যান্য প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণ না করার অভিযোগ উঠেছে। তাছাড়া শহরের নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করার জন্য দৈনিক ১০-১২ জন ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্ৰান্ত হচ্ছেন।