ব্ৰেকিং নিউজ

লামডিঙে স্ত্ৰীকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Sentinel Digital Desk

নগাঁও জেলার লামডিঙে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পিয়লি পাল নামের একজন মহিলাকে তাঁর স্বামী রাজু পাল গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে। লামডিঙের আনন্দপল্লির বাসিন্দা রাজু পাল বৃহস্পতিবার রাতে তার স্ত্ৰী পিয়লিকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং স্ত্ৰীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়া তুমুলে ওঠায় রাজু স্ত্ৰীকে গলা টিপে হত্যা করে বলে অভিযোগে প্ৰকাশ। পুলিশ রাজুকে আটক করে জেরা করছে।