শিকাগো শহরের বেশকটি স্থানে শনিবার বেলা ১১টা নাগাদ কিছু বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিধর্ষণে প্ৰাণ হারালেন ৪ জন। আহতের সংখ্যা ৪৪ জনেরও বেশি। অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে রক্তাক্ত হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকা। আহতদের মধ্যে ১৫টি কিশোর-কিশোরীও রয়েছে। শিকাগো লনে প্ৰথম গুলি চালানোর ঘটনায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরপর দুই ব্যক্তি পরস্পরের মধ্যে গুলি বিনিময়কালে ৫০ বছর বয়সী একজনের মৃত্যু হয়। ওদিনই বেলা ১-৩০ মিনিট ও ৫-৩০ মিনিটে পরবর্তী গুলি চালনার ঘটনায় ২৫,২৬ ও ২২ বছর বয়সী তিন ব্যক্তি আহত হন। জনাকীর্ণ স্থানে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে আহত ১৮ জন।
লনডেল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি গাড়ি থেকে নেমে দুই বন্দুকধারী জনতাকে লক্ষ্য করে গুলি চালালে দুটি কিশোর,একটি কিশোরী ও ২৫ বছর বয়সী এক যুবক আহত হয়।
রাত ১২.৪০ নাগাদ অন্য একটি গুলি চালনার ঘটনায় আট ব্যক্তি ঘায়েল হন। এই গোলাগুলির ঘটনায় ১৪ বছর বয়সী একটি কিশোর প্ৰাণ হারায়। ঘটনার সবিশেষ কারণ জানা যায়নি।