শিলং: পুব খাসি পাহাড়ের জেলা ম্যাজিস্ট্ৰেট শিলঙের বিভিন্ন উপদ্ৰুত এলাকায় ৮ জুন ৯ ঘণ্টার জন্য কার্ফু শিথিল করেছেন। সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এলাকাগুলিতে কার্ফু শিথিল করা হয়েছে। তবে বিকেল ৪টের পর ফের কার্ফু বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।