শিলিগুড়িঃ দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে আজ ফের আরও একটি সেতু ভেঙে পড়ে। তবে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় একজন ট্ৰাক চালক আহত হন। প্ৰাপ্ত খবরে জানা গেছে,ট্ৰাকটি ভাঙা সেতুর একাংশে এখনও ঝুলে আছে। সেতুটি মানগঞ্জ এলাকা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ রক্ষা করছিল। পশ্চিমবঙ্গে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটলো। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্ৰী গৌতম দেব ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার পোশ এলাকা আলিপুরের মাজেরহাটে একটি সেতুর একটা অংশ রেল লাইনের ওপর ভেঙে পড়ে। বহু লোক ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল।