ব্ৰেকিং নিউজ

শ্ৰীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি

Sentinel Digital Desk

জঙ্গি নিহত হয়। জঙ্গিরা ওই এলাকায় একটি বাড়িতে আশ্ৰয় নিয়েছিল। এলাকায় একটি বাড়িতে জঙ্গিরা আশ্ৰয় নেওয়ার খবর বিশ্বস্ত সূত্ৰে জানার পরই সেনাবাহিনী মাঝ রাত দুটো নাগাদ এলাকাটি ঘিরে নিয়ে তল্লাশি অভি্যানে নামে। সেনার উপস্থিতি আঁচ করতে পেরে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেনা জওয়ানরাও পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। তুমুল গুলি বিনিময়ের পর দুই জঙ্গির মৃত্যু হয়। জনৈক পুলিশ আধিকারিক এখবর জানান।

পুলিশ আরও জানায়,ওই এলাকাটি রয়েছে শ্ৰীনগরের শহরতলিতে। জঙ্গিরা এলাকার একটি বাড়িতে লুকিয়েছিল। অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে সেনার গুলিতে দুই জঙ্গি প্ৰাণ হারায়।

এলাকার স্থানীয় বাসিন্দারা বলেছে,সংঘর্ষের সময় তারা বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন। প্ৰশাসন ও নিরাপত্তা বাহিনী এলাকার বাসিন্দাদের নিরাপত্তায় প্ৰয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করেছিল। শ্ৰীনগর জেলায় সব স্কুল,কলেজ বন্ধ রাখা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। ইন্টারনেট সেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।