ব্ৰেকিং নিউজ

সবরীমালাঃ সুপ্ৰিমকোর্টের রায় সমর্থন করায় স্বামী সন্দীপানন্দজির আশ্ৰমে আগুন দিল অজ্ঞাত ব্যক্তিরা

Sentinel Digital Desk

কেরেলার সবরীমালা মন্দির ইস্যু নিয়ে সাম্প্ৰতিককালে চলা ঘটনা যেন কোনও দিনই শেষ হবার নয়। সুপ্ৰিমকোর্ট এই পবিত্ৰ মন্দিরে মহিলাদের প্ৰবেশ ও পূজা অর্চনার পক্ষে রায় দেওয়ার পর থেকে ওই রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। শীর্ষ আদালতের রায়ের প্ৰতি সমর্থন জানানোয় কেরেলার ধর্মীয় উপদেষ্টা স্বামী সন্দীপানন্দ গিরির আশ্ৰমে আগুন দেয় সবরীমালায় মহিলাদের প্ৰবেশের বিরোধী একাংশ অজ্ঞাত ব্যক্তি।

সবরীমালা মন্দিরে মহিলাদের প্ৰবেশাধিকারে সুপ্ৰিমকোর্টের রায়ের প্ৰতি স্বামী সন্দীপানন্দ ও তাঁর আশ্ৰম নির্দ্বিধায় সমর্থন জানিয়েছিল। পুলিশের রিপোর্ট অনু্যায়ী কিছু অজ্ঞাত লোক শুক্ৰবার শেষ রাতে স্বামী সন্দীপানন্দজির আশ্ৰমে আক্ৰমণ করে আগুন ধরিয়ে দেয়। স্বামী সন্দীপানন্দ গিরির ভগবত গীতা স্কুলের দুটো গাড়ি ও একটি স্কুটার ভস্মীভূত হয় আগুনে। পুলিশ জানায় যে দুটি গাড়ি পুড়ে গেছে সেগুলি হলো মারুটি সুজুকি ওমনি এবং হন্ডা সিআরভি। তবে আশ্ৰমের উপদেষ্টা সন্দীপানন্দের নিরাপত্তা সুনিশ্চিত করতে আশ্ৰম প্ৰাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা সংক্ৰান্তে পুলিশ একটি মামলাও নথিভুক্ত করেছে।

কেরেলার মুখ্যমন্ত্ৰী পিনারায়ি বিজয়ন এই আক্ৰমণের তীব্ৰ নিন্দা করেছেন। তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিক আমরা সেটা হতে দেবো না। স্বামীজির কাজকর্মে অসহিষ্ণু ব্যক্তিরাই আশ্ৰমে হামলা চালিয়েছে।